৬ষ্ঠ শ্রেণির বার্ষিক শিল্প ও সংস্কৃতি সিলেবাস ২০২৩
শিখন অভিজ্ঞতাগুলো আলোচনা শেষে তোমরা শিল্প ও সংস্কৃতি বিষয়ের সিলেবাস পিডিএফ সংগ্রহের একটি অপশন দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই সিলেবাসটি পিডিএফ ফরমেটে সংগ্রহ করতে পারবে। সিলেবাসটি সংগ্রহ করে তোমরা বাসায় বসে বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে।
নব আনন্দে জাগো
সেশন ১ ও ২ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে নিবেন। সেশন ১ পরিচালনার ক্ষেত্রে শিক্ষক বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব সম্পর্কে পাঠ্য বইয়ের উল্লেখিত বিষয়ের সহায়তা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দিবেন। তারপর শিক্ষার্থীদের দলীয় কাজটি করাবেন।
সেশন ৫ ও ৬ এর কাজটি (গ্রীষ্মকাল, বর্ষ- বিদায়, বর্ষবরণ, লোকশিল্প ও সংস্কৃতির যেকোন বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে তাদের পছন্দের মাধ্যম যেমন- আঁকা, গড়া, কণ্ঠশীলন, মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, বলা, লেখা এর যেকোনো একটি প্রকাশ করতে উৎসাহিত করা) একটি সেশনে করাবেন এবং শিক্ষার্থীদের শ্রেনির বাইরের কাজ/বাড়ির কাজ হিসেবে চর্চা করতে দিবেন।
আত্মার আত্মীয়
সেশন ১ ও ২ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে নিবেন। প্রকৃতিতে কিংবা অডিও-ভিজ্যুয়াল বা মাল্টি মিডিয়ার সাহায্যে পাখি ও তাদের জীবন যাপনের নানা দিক জানার কাজটি বাড়ির কাজ হিসেবে দিবেন। শিক্ষার্থীরা এ কাজটি করার সময় বন্ধুখাতায় বিভিন্ন নোট লিখে রাখবে।
বৃষ্টি ধারায় বৃষ্টি আসে
সেশন ৩ (বর্ষা ঋতু উদযাপন) পরিচালনার জন্য একটা ছুটির দিন বেছে নিতে হবে, কিংবা কোনো একদিন ক্লাসের শেষে এই আয়োজন করতে হবে। সেশন ৮ স্বপ্নবৃক্ষ বিনিময়ের কাজটি ৭ নং সেশনের দিন স্কুল ছুটির পরে আয়োজন করতে হবে।
টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
সেশন ২ ও ৩ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে পরিচালনা করবেন। বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে নিজের ইচ্ছেমতো ছবি আঁকার প্রতিযোগিতা স্কুল ছুটির পর অথবা ১৫ই আগস্ট আয়োজন করতে পারেন। স্কুল ছুটির পরে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন, দেশের গান পরিবেশনের জন্য একক ও দলগতভাবে অনুশীলন করতে সহায়তা দিন।
শরৎ আসে মেঘের ভেলায়
সেশন ১ ও ২ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে পরিচালনা করবেন। শরৎকালের অভিজ্ঞতা বন্ধুখাতায় লেখার কাজটি বাড়ির কাজ হিসেবে দিবেন। চারটি সেশন (৫, ৬, ৭ ও ৮) দুইটি সেশনে পরিচালনা করবেন। পাঠ্যপুস্তকে প্রদত্ত নাটিকাটি উপস্থাপন করার জন্য আরও অনুশীলনের প্রয়োজন হলে, স্কুল ছুটির পর কোন একটি শ্রেণীকক্ষে অনুশীলনের ব্যবস্থা করবেন।
হেমন্ত রাঙা সোনা রঙে
সেশন ১ ও ২ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে পরিচালনা করবেন। বন্ধুখাতায় হেমন্ত ঋতুর প্রকৃতির রূপ তুলে ধরা বাড়ির কাজ হিসেবে দিবেন।
বিজয়ের আলোয় সুন্দর আগামী
সেশন ১ ও ২ সংক্ষিপ্ত আকারে একটি সেশনে পরিচালনা করবেন। সারা বছরের দৃশ্যশিল্প বিষয়ক এবং উপস্থাপন শিল্প বিষয়ক কাজের তালিকা বাড়ির কাজ হিসেবে করতে দিবেন। চারটি সেশন (৩, ৪, ৫ ও ৬) দুইটি সেশনে পরিচালনা করবেন।
প্রদর্শনী বা উপস্থাপনার কাজটি স্কুল ছুটির পর আয়োজন করা যেতে পারে। তাহলে, এই উৎযাপনে অন্যান্য শ্রেণির বা বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।
অন্যান্য সাধারণ নির্দেশনা
১। শিক্ষক লক্ষ্য রাখবেন কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে প্রভাবিত না করে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি শ্রেণির বাইরের কাজ যেন ডিজিটাল প্রযুক্তির পর যে বিষয়ের সেশন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে। সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মত শেষ করতে হবে।
২। ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’ এই ধরণের পাঠগুলো শিক্ষক নিজে পড়ে বুঝিয়ে দিতে পারেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন। এতে করে সেশনের সময় কিছুটা সংক্ষেপ করা সম্ভব হবে এবং প্রয়োজনে পরের সেশনের কিছু কাজ আগের এই সময়ে সম্পন্ন করা যাবে। এভাবে শিক্ষকের সুবিধা অনুসারে কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাঝে সম্পন্ন করে একটি সেশন কমানো যাবে।
৩। দুর্যোগ বা অন্যান্য কারনে যদি বিদ্যালয় বন্ধ থাকে, শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ, দলীয় বাড়ির কাজ, তথ্য সংগ্রহ এই ধরণের কাজগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিখন কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয়।
৪। যে কোন উপস্থাপনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোন সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না।
৫। শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করতে হবে।
